ক্রীড়া প্রতিবেদক ॥ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। তাতে জায়গা হয়নি হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদবের। ফিরেছেন জাদেজা ও বিহারি। তারা দুজনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বছরের শুরুর দিকে অ্যাওয়ে সিরিজ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন। সাউদাম্পটনে ১৮ জুন থেকে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে আগস্ট-সেপ্টেম্বরে খেলবে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। যা শুরু হবে ৪ আগস্ট। বিরাট কোহলির দল ভারত ছাড়বে ২ জুন। করোনা পরিস্থিতি বিবেচনায় ২০ জনের সঙ্গে আরও ৪জন যাবেন স্ট্যান্ডবাই হিসেবে। এরা হলেন ওপেনিং ব্যাটসম্যান অভিমন্যু ইসওয়ারান, তিন পেসার- প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান ও আরজান নাগেশওয়ালা। লোকেশ রাহুল ও ঋদ্ধিমান সাহা দলে জায়গা পেলেও তাদের খেলা নির্ভর করবে ফিটনেস ফিরে পাওয়ার ওপর। বিশেষ করে রাহুল মে মাসের শুরুর দিকে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করিয়েছেন। আশার কথা হচ্ছে রাহুলকে চিকিৎসকেরা বলেছেন এক সপ্তাহের মধ্যেই তিনি সবধরনের কাজ শুরু করতে পারবেন। অপর দিকে সাহা করোনায় আক্রান্ত হয়েছেন আইপিএলে। ৪ মে পজিটিভ হওয়ায় এখন তাকে আইসোলেশনে থাকতে হচ্ছে ১৪ দিন। এরপর নেগেটিভ হলেই দলে যুক্ত হতে পারবেন। জানা গেছে, অনেক উপসর্গই রয়েছে তার মাঝে। হারিয়েছেন ঘ্রাণশক্তি। ২০ সদস্যের ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, শুবমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার)।
You cannot copy content of this page
Leave a Reply