ঢাকা অফিস ॥ করোনার মধ্যেই এবার ভারতের কেরালায় এক নারীর শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে ২৪ বছর বয়সি এক নারী আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়। গেল ৭ই জুন তিনি সন্তান জন্ম দিয়েছেন। উপসর্গ দেখা দেয়ায় গেল ২৮শে জুন তাকে হাসপাতালে নেয়া হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া আক্রান্ত সন্দেহে আরও ১৩ জনের নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। এডিস মশার মাধ্যমে জিকা ভাইরাসের সংক্রমণ ছড়ায়। অন্তঃসত্ত্বারা আক্রান্ত হলে ভ্রুনের ক্ষতি করতে পারে জিকা ভাইরাস। গর্ভের শিশু বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে। জিকা ভাইরাসের লক্ষণগুলির মধ্যে রয়েছে, জ¦র, ত্বকের ফুসকুড়ি, পেশী ও জয়েন্টে ব্যথা, অস্থিরতাবোধ এবং মাথাব্যথা।
You cannot copy content of this page
Leave a Reply