ঢাকা অফিস ॥ ভারতে ৭০ দিনের মধ্যে সবচেয়ে কম করোনা শনাক্ত হয়েছে। গত শনিবার দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৯৭৩ জনের। এছাড়া আগের দিনের তুলনায় কমেছে মৃতের সংখ্যা। শনিবার একদিনে মারা গেছে তিন হাজার ৭১ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু তিন লাখ ৭০ হাজার ছাড়াল। যদিও ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে করোনায় সরকারি মৃত্যুর চেয়ে প্রকৃত মৃত্যুর সংখ্যা পাঁচ থেকে সাত গুণ বেশি। গণমাধ্যমের দাবি সরকারি হিসেবের তুলনায় মধ্যপ্রদেশে প্রকৃত মৃত্যু তিনগুণ বেশি। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত ভারতসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।