ঢাকা অফিস ॥ ভারতে করোনা সংক্রমণ কমলেও মৃত্যু অপরিবর্তিত। শনিবার দেশটিতে মারা গেছে তিন হাজার ৬শ’ ১৪ জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি তিন লাখ ২৫ হাজার ছাড়াল। একদিনে শনাক্ত হয়েছে এক লাখ ৭৪ হাজারের বেশি। এ নিয়ে ভারতে মোট করোনা শনাক্ত দুই কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে এ পর্যন্ত দেশটিতে ২১ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। এদিকে, ভারতের রাজধানী দিল্লির লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে কিছু উৎপাদন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে শর্ত মেনে খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। ব্রাজিলে করোনা সংকটের জন্য প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকেই দায়ি করেছে দেশটির জনগন। দেশটির রাজধানী ব্রাসিলিয়ার কংগ্রেসের সামনে বলসোনারোর অভিশংসনের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার জনগণ। এছাড়া রিও ডি জেনেইরোসহ বেশ কয়েকটি শহরেও বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এপর্যন্ত ব্রাজিলে করোনায় মৃত্যু চার লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। এদিকে বিশ্বে করোনায় মৃত্যু ৩৫ লাখ ৪৭ হাজার ছাড়াল। মোট শনাক্ত ১৭ কোটি ছয় লাখের বেশি।
You cannot copy content of this page
Leave a Reply