ঢাকা অফিস ॥ ভারতের বিহার রাজ্য কোভিড-১৯ এ ভুগে বাড়িতে অথবা বেসরকারি হাসপাতালে মৃত্যু হওয়া রোগীদের গণনায় ধরে সংখ্যা সংশোধনের পর দেশটিতে দৈনিক মৃত্যুর বিশ্বরেকর্ড হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৬১৪৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে ভারতের অন্যতম দরিদ্র রাজ্য বিহারের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার তাদের কোভিড-১৯ জনিত মৃত্যুর মোট সংখ্যা সংশোধন করে প্রায় ৫৪০০ থেকে বাড়িয়ে ৯৪২৯ করে, এতে ২৪ ঘণ্টায় দেশটির মোট মৃত্যু বৃদ্ধি পেয়ে আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যায়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর আগে ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে একদিনে ৫৪৪৪ জনের মৃত্যু হয়েছিল, যা এতদিন বিশ্বে কোভিড-১৯ এ দৈনিক মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছিল। ভারতে বৃহস্পতিবার সকালের আগের ২৪ ঘণ্টায় নতুন ৯৪ হাজার ৫২ জন রোগী শনাক্ত হয়েছে। এদের নিয়ে দেশটিতে শনাক্ত মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা দুই কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর মৃতের সংখ্যায় তৃতীয় স্থানে থাকা ভারতে মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৫৯ হাজার ৬৭৬ জনের। দেশটিতে পরীক্ষায় প্রতি ১০০ জনের মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা হ্রাস অব্যাহত আছে। টানা তিন দিন ধরে পজিটিভির হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। ভারতজুড়ে করোনাভাইরাস টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৫ কোটিরও বেশি ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। করোনাভাইরাসের বিভিন্ন ধরনের কারণে সংক্রমণ নতুন মাত্রা পাচ্ছে জানিয়ে ধারাবাহিকভাবে পরিবর্তিত হতে থাকা ভাইরাসের মোকাবেলায় ভারতকে টিকাদান কর্মসূচীর গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।