ঢাকা অফিস ॥ ভারতে ৯১ দিন পর শনাক্তে ৫০ হাজারের নিচে নেমে এসেছে। সোমবার দেশটিতে শনাক্ত হয়েছে ৪২ হাজার ভারতে কমেছে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু। সোমবার ভারতে করোনা সংকমণ ৪২ হাজারে নেমে এসেছে যা গত তিন মাসে সর্বনিম্ম। ভারতে করোনাভাইরাস মোকাবিলায় টিকা দেয়ার ব্যাপারে নতুন কৌশল নিয়েছে কেন্দ্রীয় সরকার। টিকা দেয়ার প্রথম দিন সোমবার ৮৬ লাখেরও বেশি মানুষকে বিনামূল্যে টিকা দেয়া হয়েছে। প্রথম দিন দুই লাখ মানুষকে টিকা দেয়ার কথা থাকলেও ব্যাপক জনগোষ্ঠীকে টিকা দেয়ার এ ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার কলম্বিয়ায় করোনায় মৃত্যু এক লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনার তৃতীয় ঢেউ হানা দিয়েছে বলে দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এরইমধ্যে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে অক্সিজেন ও শয্যা সংকট। চলতি সপ্তাহে করোনা সংক্রমণ ও মৃত্যু দুইই বেড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ফ্রান্স ও তুরস্কসহ বিভিন্ন দেশে শিথিল হচ্ছে করোনার বিধিনিষেধ। ফ্রান্সের প্যারিসে করোনা সংক্রমণ কমায় গণ জমায়েত শুরু দেশবাসী। মাস্ক বিহীন ভাবেই অংশগ্রহণ করছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। শুধু দেশটির জনগন নয় গেল সোমবার সয়ং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে। তুরস্কেও কমেছে করোনা সংকমণ। তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, আগামী জুলাই মাস থেকে লকডাউন পুরোপুরি তুলে নেয়া হবে।
You cannot copy content of this page
Leave a Reply