নিজ সংবাদ ॥ চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে গত শনিবার ভারত থেকে আসা বাংলাদেশীদের ৩৬জনকে কুষ্টিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়েন্টোইনে রাখা হয়। এদের মধ্যে দুজনের শরীরে গতকাল রোববার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম রাত সাড়ে আটটায় এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে ৩৬ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সেগুলো কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রাত আটটার দিকে পাঠানো প্রতিবেদনে দেখা যায় দুজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, দুজনের মধ্যে একজনের বয়স ৩৯ বছর। আরেকজনের বয়স ১২ বছর। ১২ বছরের ছেলেটিকে তার মায়ের সাথে শহরের পিটিআইয়ের হলে ছিল। আক্রান্ত আরেক যুবক শহরের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে ছিল। সাড়ে আটটার দিকে দুজনকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইশোলনে নেওয়া হয়েছে। তবে তাদের শরীরে তেমন কোন উপসর্গ নেই। এর আগে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভারত থেকে আসা দর্শনা বন্দর থেকে বাসযোগে ৩৬ জনকে কুষ্টিয়া প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে (পিটিআই) আনা হয়। পিটিআইয়ের বীরপ্রতীক তারামন বিবি হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ২৭ জন ও শহরের একটি আবাসিক হোটেলে রাখা হয় ৯জনকে। জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তাইফুর রহমান বলেন, আজ (রোববার) দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে আসা আরও ৮২ জনকে কুষ্টিয়ায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে দুই দিনে কুষ্টিয়ার তিনটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১১৮ জনকে রাখা হয়েছে।
Leave a Reply