ইবি প্রতিনিধি ॥ তাদের থাকার কোনো নির্দিষ্ট স্থান নেই। কাজ থাকলে খাবার মেলে কখনো বা না খেয়েই দিন গুজরান হয়। তারা সমাজের নিগৃহীত জনগোষ্ঠী। তাদের কাঁজ অন্যতম ভয়ঙ্কর সরীসৃপ সাপ নিয়ে। হ্যা, বেদে জনগোষ্ঠীর কথাই বলছি। এমনই এক ভাসমান বেদে পল্লীর মাঝে শীতবস্ত্র, খাবার সহ সহায়তা সামগ্রী বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল স্বেচ্ছাসেবী সংগঠন বুনন। গতকাল শুক্রবার বিকাল ৫ টায় ক্যাম্পাস পাশ্ববর্তী গাড়াগঞ্জে অবস্থিত কালী নদীর পাড়ে এক বেদে পল্লীতে এ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। সংগঠন সূত্রে জানা যায়, বুনন আয়োজিত হিম উৎসব ও বিভিন্ন অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে অর্জিত অর্থের মাধ্যমে এ সামগ্রী বিতরণ করা হয়। সহায়তা সামগ্রীর ভেতর ছিলো চাল, ডাল, লবণ, আলু, পেয়াজ, তেল, চিড়া, পেস্ট, কম্বল সহ নিত্য কুয়োজনীয় নানান সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন, বুননের সভাপতি মাহদী হাসান, সম্পাদক শফিকুল আজম আকাশ, সহ-সভাপতি বাসু দেব সহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা। সহায়তা পেয়ে আলতাফ নামের এক বয়স্ক সাপুড়ে বলেন, আমাগো থাকা খাওয়ার ঠিক নাই। শীতে খুব কষ্ট হয়। যারা এইগুলান দিলো আল্লাহ তাগোর ভালা করুক। বুননের সম্পাদক শফিকুল আজম আকাশ বলেন, বুননের স্বেচ্ছাসেবীরা নিজেরা পরিশ্রম করে। আর এই পরিশ্রম লব্ধ উপার্জন থেকে অসহায় মানুষ কে সহায়তা করতে ভালোবাসে। সমাজের অন্যতম এ নিগৃহী জনগোষ্ঠীর নানা ভাবেই বঞ্চিত। তাই তাদের পাশে দাঁড়াতেই আমাদের এ উদ্যোগ। কুসঙ্গত,রং তুলিতে স্বপ্ন বুনি’ স্লোগানে ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুতিষ্ঠিত হয় শিল্প সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী এই সংগঠন ‘বুনন’। কুতিষ্ঠা লাভের পর থেকেই বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকায় নানা জনকল্যাণমূলক কর্মকা করে আসছে সংগঠনটি।
You cannot copy content of this page
Leave a Reply