ভেড়ামারা প্রতিনিধি \ গতকাল শুক্রবার বিকেলে ভেড়ামারা প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মাহবুব-বিউটি দম্পত্তি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেছেন, তাদের পারিবারিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন এবং হামলা-ভাংচুর ও লুটপাটসহ ডাকাতির অভিযোগে দায়েরকৃত অভিযোগকে ভিন্নখাতে প্রবাহিত করার অসৎ উদ্দেশ্যে গত বৃহস্পতিবার উল্লিখিত মামলার আসামি ও তাদের নিকটাত্মীয়রা কথিত মানববন্ধনে আমাদের বিরুদ্ধে মিথ্যা-ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ করেছে। তাদের অসৎ উদ্দেশ্য সম্পর্কে অবহিত করতেই আজকের এই সাংবাদিক সম্মেলন। মাহবুব-বিউটি দম্পতির সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য ও তৎসাথে দায়েরকৃত ডকুমেন্টস থেকে জানা যায়, গত ২৬/০৪/২০১৭ইং তারিখে প্রচলিত ধর্মীয় বিধান ও অন্যান্য আনুষ্ঠানিকতা মেনে মাহবুব বিন হাসান বিউটি আক্তারকে বিয়ে করেছেন, যেটা উভয়েরই দ্বিতীয় বিয়ে। তাদের সুখের দাম্পত্য জীবনে এলাকার চিহ্নিত একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল নানাভাবে হয়রানি ও অযাচিত হস্তক্ষেপ করে মাহবুব-বিউটি দম্পতিকে উত্যক্ত করতে থাকে। তারা বৈধ স্বামী-স্ত্রী হওয়ার পরও বিউটির রুমে মাহবুব কি করছে, আপত্তিকর ও উস্কানিমূলকভাবে এমন অর্বাচিন প্রশ্ন তুলে বিউটির বাড়িতে হামলা-ভাংচুর-লুটপাটসহ ডাকাতি করে চিহ্নিত ঐ চক্র। এ ব্যাপারে বিউটি আক্তার হামলা ও লুটপাটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতেই বৃহস্পতিবার কথিত ঐ মানববন্ধনের আয়োজন করে ঘোলা পানিতে মাছ শিকারের ব্যর্থ চেষ্টা চালিয়েছে। সাংবাদিক সম্মেলনে মাহবুব-বিউটি দম্পতি তাদের নির্বিঘœ জীবনযাত্রা পালনের জন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
You cannot copy content of this page
Leave a Reply