আল-মাহাদী ॥ কুষ্টিয়া ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ক্রয়কৃত খারিজি সম্পত্তির ( জমির তপসীল পরিচয়- মৌজা গোবিন্দপুর জেএল নং ২২, আর এস খতিয়ান নং ২০৯ ও ১৪১/২, হোল্ডিং নং ৪৮৯ ও ৪৩২, দাগ নং ২, জমির পরিমাণ মোট . ০৩৫৩ ও. ০০৫) উপর জোরপূর্বক ব্যবসা করার উদ্দেশ্যে একটি ছাপড়া ঘর নির্মাণ করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮-৬-২১ তারিখে আনুমানিক সকাল ৯ ঘটিকায় সময় বিবাদী আবু জাহিদ, নাজির হোসেন, টুটুল, বিদ্যুৎ সর্ব সাং-দলুয়া, পোস্ট -পরানখালী, থানা- ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াগণ যোগসাজশে আমিরুল ইসলাম এর জায়গা দখল করে ব্যবসা করার উদ্দেশ্যে ঘর নির্মাণ করে এবং তাকে অকথ্য ভাষায় গালাগালিসহ খুন করার হুমকি দেয়। এ ব্যাপারে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আওয়ামী নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম। তিনি এই জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি। তদন্ত সাপেক্ষে আমি এর সঠিক বিচার চাই এবং অবিলম্বে আমার জায়গা হতে অবৈধ ঘর নির্মাণ সরিয়ে ফেলার আহবান জানিয়েছেন।