নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের করোনা প্রতিরোধ কমিটির (ওয়ার্ড ভিত্তিক) কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু।
বাহাদুরপুর ইউপি প্যানেল চেয়ারম্যানের সভাপতিত্বে এসব সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার। এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, বিট পুলিশ সদস্য, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন করোনা প্রতিরোধে গঠিত ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু বলেন, উপজেলায় দিন দিন করোনা ভাইরাস বেড়েই চলেছে। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। বাইরে বেরুলে মাস্ক ব্যবহার করুন। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার বলেন, ভেড়ামারা উপজেলাবাসীকে সুস্থ রাখার জন্য রাত দিন ধরে কাজ করে যাচ্ছি। আমি সরকার থেকে বেতন পাই। না ঘুরলেও পারতাম। কিন্তু সেটা আমি করি নাই। তিনি আবেগ প্রবণ হয়ে বলেন, আমি আমার ছোট বাচ্চার কাছে যেতে পারিনা। সকালে অফিসে আসি আর প্রতিটা ইউনিয়ন ঘুরে রাতে যখন বাসায় যাই, তখন আমার বাচ্চা ঘুমিয়ে যায়। তিনি আরো বলেন, আপনারা এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সরকারের নির্দেশনা মেনে চলুন, অযথা ঘরের বাইরে বের হবেন না। এর আগে বিকেলে জুনিয়াদহ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ওয়ার্ড ভিত্তিক করোনা প্রতিরোধ কমিটির কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে অনুরূপ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি, ইউনিয়ন করোনা প্রতিরোধে গঠিত ওয়ার্ড কমিটির সদস্য ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সক্রিয় হওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply