নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ও চাঁদগ্রাম ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক করোনা প্রতিরোধ কমিটির কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে ধরমপুর ও সন্ধ্যা ৭টায় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভা দু’টিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে এসব সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, বিট পুলিশ সদস্য, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন করোনা প্রতিরোধে গঠিত ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু বলেন, উপজেলা ব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস দিন দিন প্রকট আকার ধারণ করছে। এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার বলেন, নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারের কথা মাথায় রেখে, অযথা ঘরের বাইরে বের হবেন না। জরুরী কাজে ঘরের বাইরে এলে মাস্ক পরুন, নিরাপদে চলুন। সভায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি, ইউনিয়ন করোনা প্রতিরোধে গঠিত ওয়ার্ড কমিটির সদস্য ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সক্রিয় হওয়ার বিষয়ে আলোচনা করা হয়।