নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় করোনায় ক্ষতিগ্রস্থ ১’শ ৫টি পরিবারকে মানবিক সাহায্য হিসেবে ১০কেজি করে চাল প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সরকার কুষ্টিয়ার উপ-পরিচালক (ডিডিএলজি) মৃণাল কান্তি দে। এসময় উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, সংশি¬ষ্ট কর্মকর্তা সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরে, মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘর পরিদর্শন এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন ডিডিএলজি মৃণাল কান্তি দে। এসময় উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার সহ সংশ্লি¬ষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।