আল-মাহাদী ॥ মুজিববর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার প্রতিপাদ্যে ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত খরিফ-২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান, উফশী বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১১টার সময় কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। ভেড়ামারা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার। বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, বিশ্বনাথ পাল উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার প্রমূখ। ভেড়ামারা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম জানান, ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ৩৭০ জন কৃষককে ২০/২১ অর্থ বছরে খরিফ-২/২০২১-২০২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় আমন ধান (উফশী ও হাইব্রীড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উফশী প্রত্যেকে ১ বিঘা রোপা আমন ধান চাষের জন্য ৫ কেজি রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি (ডাইঅ্যামোনিয়াম ফসফেট), ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ)। হাইব্রীডের জন্য ২ কেজি ধানবীজ ও ২০ কেজি ডিএপি (ডাইঅ্যামোনিয়াম ফসফেট), ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ)। বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ হয়।
You cannot copy content of this page
Leave a Reply