আল-মাহাদী ॥ ভেড়ামারায় খাস খতিয়ানভুক্ত জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারের নিকট। ভেড়ামারা জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম কর্তৃক ইউএনওকে বেআইনি দখলদার ব্যক্তিগণকে উচ্ছেদের জন্য গত ৮-৬-২১ তারিখে গণস্বাক্ষরিত আবেদন জমা দানের প্রেক্ষিতে গত ২০-৬-২১ তারিখে অভিযুক্ত আবু জাহিদ মিলন ও জিয়াউর রহমান পাল্টা মিথ্যা অভিযোগ দায়ের করেছেন বলে ভুক্তভোগীগণ জানিয়েছেন। জাহিদ ও জিয়াউর এর আবেদন সূত্রে জানা যায়, জেএল নং ২১, মৌজা – দোলুয়া, আর এস নং ৫৭৫, ৫৭৬, ৫৭৩, ৫৭১ দাগের জমি ও সাবেক ১ নং দাগ ও সাবেক ১ নং খতিয়ান, জেএল নং ২২ আংশিক লীজ নিয়ে ভোগ দখল আমিরুল ইসলাম করেছে বলে অভিযোগ করেছেন। কিন্তু তার উত্তরে জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, জাহিদ গং যে অভিযোগ দায়ের করেছেন তা ভিত্তিহীন। তারাই ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়ন এর মৌজা দলুয়া, আর এস খতিয়ান নং ০১, আরএস দাগ নং ৫৭৭ এ. ৬ একর জায়গা দখল করে আবু জাহিদ, নাজির হোসেন, টুটুল, লিংকন সর্ব সাং দোলুয়া ডাকঘর পরানখালী, উপজেলা ভেড়ামারা জেলা কুষ্টিয়াগণ বেআইনিভাবে জবর দখল করে পাকা দোকান ঘর নির্মাণ পূর্বক ভাড়া প্রদানের লিখিত অভিযোগ পাওয়া গেছে। এতে করে সরকার রাজস্ব হারাচ্ছে। উক্ত জমির একাংশে অবস্থিত বটগাছ কাটতে গেলে স্থানীয় জনগণ করলে তখনকার সময়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জরিমানা করেন। অভিযুক্ত ব্যক্তিবর্গ আবারও বটগাছ কাটার চেষ্টা করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। জনস্বার্থে বেআইনি জমি দখলদার ব্যক্তিগণকে উচ্ছেদের জনগণ স্বাক্ষরিত আবেদন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারকে প্রদান করেছেন জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলামবর্গ। এলাকাবাসীর দাবী জনস্বার্থে বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
You cannot copy content of this page
Leave a Reply