ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা গোল্ডেন ষ্টার চাইন্ড হোম স্কুলের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গোল্ডেন ষ্টার চাইন্ড হোম স্কুলের সহ-সভাপতি ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলগাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভিন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, আইসিটি কর্মকতা আলমঙ্গীর হোসেন, সরকারি ভেড়ামারা মাধ্যামিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন, হাসান বিন মাহমুদ ঝন্টু, ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমেনা খাতুন, গোল্ডেন ষ্টার চাইন্ড হোম স্কুলের প্রধান শিক্ষক ইলা খাতুন প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply