নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় করোনাকালীন স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪ মামলায় চারজনকে দু’হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গতকাল রবিবার উপজেলার পৌর বাজার, ধরমপুর, সাতবাড়ীয়া, ঘোড়েশাহের মাজার, ঢাকা কোচ স্ট্যান্ড, পূর্ব নওদাপাড়া, চন্ডিপুর, বাড়াদী বাজার ও চাঁদগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ৪ টি মামলায় ৪ জনকে মোট ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।