নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় করোনাকালীন স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪ মামলায় ৫হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত ভেড়ামারা পৌর বাজার, বামনপাড়া, চন্ডিপুর, চাঁদগ্রাম, মহিরুদ্দিন মোড়, ধরমপুর, সাতবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। অভিযান চলাকালে করোনাকালীন স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪মামলায় ৫হাজার ৫’শ টাকা অর্থদন্ড দেয়া হয় বিভিন্ন জনকে। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক এসব অর্থদন্ড প্রদান করা হয়। এসময় সংশি¬ষ্ট কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply