আল-মাহাদী ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় বিলশুকা উত্তরপাড়া ক্লাব সংলগ্ন মাঠে গতকাল মঙ্গলবার মরহুম এ্যাডঃ মোজাম্মেল হক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আলফা স্পোর্টিং ক্লাবকে ২৯ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হ্যাপি স্পোর্টিং ক্লাব । বিলশুকা উত্তরপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্ট শুরু হয় গত ২ এপ্রিল। এতে ৩২ টা দল অংশগ্রহণ করে। খেলায় আম্পায়ারিং দায়িত্ব পালন করেন, টুটুল, আকাশ, রুপক। খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা-দৌলতপুর সার্কেল) মোঃ ইয়াছির আরাফাত। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, বাহাদুরপুর বিজেএম কলেজের প্রভাষক ও বিশিষ্ট ব্যবসায়ী হেলালুর রহমান, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক হালচাল পত্রিকার সম্পাদক ডাক্তার কামরুল ইসলাম মনা, সাধারণ সম্পাদক ও জয়যাত্রা টিভির প্রতিনিধি প্রভাষক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য মাহামুদুল হাসান চন্দন, মিলন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী হাসান সনি, সাতবাড়িয়া স্কুলের শিক্ষক মাহাবুল ইসলাম, দন্ত ডাক্তার মাহমুদুল্লাহ সোহেল প্রমূখ।
You cannot copy content of this page
Leave a Reply