নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় লকডাউন বাস্তবায়নে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ৫টি মামলায় ৫জনকে ৪হাজার টাকা অর্থদন্ড করা হয়। গতকাল সোমবার বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গতকাল সোমবার উপজেলার চাঁদগ্রাম, পৌর বাজার, দক্ষিণ রেলগেট, নওদাপাড়া, ২নং ব্রিজ, বামনপাড়া, চন্ডীপুর, ৩নং ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ৫ মামলায় মোট ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় জনগণকে মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।