নিজ সংবাদ ॥ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ভেড়ামারায় শীতার্থ অসহায় ও অতিদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে শিরোপা ডেভলপমেন্ট সোসাইটি। গতকাল মঙ্গলবার ভেড়ামারা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ভেড়ামারা উপজেলার প্রায় ৭ শ শীতার্থ অসহায় ও অতিদরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। শিরোপা ডেভলপমেন্ট সোসাইটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসার আবু নাসির, সংস্থার সাধারন পরিষদের সদস্য জিয়াউন নাহার, নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিরা পিকেএসএফ ও শিরোপা ডেভলপমেন্ট সোসাইটি প্রতি কৃতজ্ঞতা পোষন করেন। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় শিরোপা ডেভলপমেন্ট সোসাইটি অর্থ সামাজিক উন্নয়ন ও মানব কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে।
You cannot copy content of this page
Leave a Reply