নিজ সংবাদ ॥ ছুটির দিনেও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে দিনব্যাপী অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় করোনাকালীন স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ মামলায় ৮হাজার ৫’শ টাকা অর্থদন্ড এবং কুচিয়ামোড়া পান হাট চালু করায় সেটি বন্ধ করা হয়। গতকাল শুক্রবার সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার সকাল ৭টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভেড়ামারা পৌর বাজার, ফারাকপুর রেলগেট, গোলাপনগর, নতুন হাট, বাহাদুরপুর, কুচিয়ামোড়া বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযান চলাকালে সরকারি নির্দেশ অমান্য করে কুচিয়ামোড়া পান হাট চালু করায় সেটি বন্ধ করা হয়। এছাড়া করোনাকালীন স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ মামলায় ৮হাজার ৫’শ টাকা অর্থদন্ড দেয়া হয় বিভিন্ন জনকে। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক এসব অর্থদন্ড প্রদান করা হয়। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।