ভেড়ামারা অফিস ॥ ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আল-মাহাদীর মা মোছাঃ আমিনা খাতুন (৫৮) গুরুতর আহত হয়েছেন। গত বুধবার বিকালে ভেড়ামারা গোড়াউন মোড় এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, অটোতে করে তিনি তার নিজ বাড়ী মধ্যবাজার এলাকা থেকে রেল বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গোডাউন মোড় এলাকায় পৌছালে অটোটিকে পিছন থেকে আরেকটি অটো সজোরে ধাক্কা দিলে তিনি বাইরে ছিটকে পড়ে বাম হাত ও সামনের ২টা দাঁত ভেঙে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। গতকাল বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে বর্তমানে তার নিজ বাড়ীতে অবস্থান করছেন। ডাক্তার তাকে ২১ দিন বেড রেষ্টে থাকার পরামর্শ দিয়েছেন। সাংবাদিক আল-মাহাদী তার মায়ের জন্য সবার নিকট দোয়ার দরখাস্ত করেছেন।
Leave a Reply