ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারার ৫৫ জন ভূমিহীনদের মাঝে বাড়ির দলিল ও চাবি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। মুজিববর্ষ উপলক্ষে গতকাল রবিবার ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠুর সভাপতিত্বে ভূমিহীনদের মাঝে বাড়ির দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু. সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব এ্যাডঃ আলম জাকারিয়া টিপু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন, উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান, ইন্দোনিশিয়া সিটু। অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
You cannot copy content of this page
Leave a Reply