নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খাইরুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃণাল কান্তি দে।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) ইয়াছির আরাফাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন দপ্তরের স্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সভায় উপজেলায় সম্প্রতি করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া সংক্রমণ পরিস্থিতি, পরিসংখ্যান, সেবামূলক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি, গৃহীত পদক্ষেপ এবং পরিকল্পনার বিষয়ে আলোচনা করা হয়। সরকার ঘোষিত লকডাউন যথাযথভাবে বাস্তবায়ন এবং সচেতনতা বৃদ্ধিতে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply