নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংকট নিরসনে ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ও এক ইউপি চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসব সিলিন্ডার গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন। জানা গেছে, করোনা আক্রান্তদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু এমপির পক্ষে জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন ইনস্ট্রুমেন্টসহ ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে। এছাড়া একই সময়ে চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন নিজস্ব অর্থায়নে ৫টি অক্সিজেন সিলিন্ডার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। এসময় কুষ্টিয়া জেলা জাসদের সাবেক সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, ভেড়ামারা পৌর জাসদের সাধারণ সম্পাদক, দলটির নেতাকর্মি সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply