নিজসংবাদ ॥ গতকাল শুক্রবার দুপুরে ভেড়ামারা থানা পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। এসময় থানার রেজিষ্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা, হাজতখানা এবং অস্ত্রগুলি পরিদর্শন করেন তিনি। এছাড়া দাপ্তরিক কর্মবন্টন সুষম, সেবা প্রত্যাশীদের যথাযথ সেবা প্রদান, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ এবং বিভাগীয় লক্ষ্যে অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশ সুপার।
পরে ভেড়ামারা থানা এলাকার ৯টি বিটে নিয়োজিত বিট অফিসারদের নিয়ে মতবিনিময় করেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। এসময় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ ইয়াছির আরাফাত, অফিসার ইনচার্জ মজিবুর রহমান, পরিদর্শকবৃন্দ, ৯টি বিটে নিয়োজিত বিট অফিসার উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply