ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা বারমাইলে ট্রাক চাপায় এক নারী সহ ২জন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারমাইল বাহিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন মিন্টু (৫১) ও মিরপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত সাজ্জাদহোসেন মিন্টু তার নিকট আত্মীয় ঈশ্বরদী ইপিজেডে কর্মরত শারমিন আক্তারকে নিয়ে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারমাইল বাহিরচর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় তারা মোটরসাইকেল সহ সড়কে ছিটকে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিলে সাজ্জাদ হোসেন মিন্টু ঘটনাস্থলেই মারা যান এবং শারমিন আক্তারকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তর্যত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিলেও ট্রাকের চালককে আটক করতে পারেনি।
You cannot copy content of this page
Leave a Reply