নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভোটার হওয়া অত্যাবশ্যকীয়। ভোটার হওয়ার মাধ্যমে একজন নাগরিকের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ গ্রহনের পথ সুগম হয়। ভোটার হওয়া ও ভোট প্রদান প্রত্যেক যোগ্য নাগরিকের সংবিধান স্বীকৃত অধিকার। বাংলাদেশের সংবিধানে নাগরিকদের এই অধিকার সুরক্ষিত রয়েছে। তাই প্রত্যেক ভোটারযোগ্য নাগরিকের ভোটার হওয়া এবং নির্বাচনে ভোট প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটার হওয়া ও ভোট প্রদানের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা প্রত্যেক নাগরিকের জাতীয় দায়িত্ব। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একজন নাহরিক শাসন ব্যবস্থায় অংশ গ্রহন করে থাকেন।
তিনি বলেন,গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে জনসাধারণ বিশেষ করে তরুনদের মধ্যে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট বাংলাদেশে নাগরিকদের স্মার্ট হিসেবে গড়ে তোলা বর্তমান সরকার বদ্ধপরিকর। তাই বিশ্বের বুকে এক সময় আমরা নিজেদেরকে স্মার্ট নাগরিক হিসেবে উপস্থাপন করবো।“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিস আয়োজিত ৫ম জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছারের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম । পরে তিনি এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়ার স্থানীয় সরকার উপ পরিচালক আরিফ উজ জামান,কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক,উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোছাঃ শারমিন আক্তার, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ আবু রাসেল, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা, কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন, কুষ্টিয়া জর্জ কোর্টের জিপি এ্যাডঃ আক্তারুজ্জামান মাসুম এবং নতুন ভোটার নুসরাত জাহান প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply