গাংনী প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের ২নং (মহাম্মদপুর) ওয়ার্ডের মেম্বার (সদস্য) পদের উপ-নির্বাচন ওই ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুস সোবহানের স্ত্রী পলিয়ারা খাতুন বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার হোগলবাড়ীয়া-মহাম্মদপুর হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে ২টি কেন্দ্রের ১৯টি বুথে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। এতে ওই ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুস সোবহানের স্ত্রী পলিয়ারা খাতুন (মোরগ মার্কা) প্রতীক নিয়ে ২হাজার ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন (টিউবওয়েল মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫১ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা রয়েছে ৬ হাজার ২শত৭৪। এর মধ্যে ৩ হাজার ২৫৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে পুরুষ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্বে ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লোল ও নারী ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্বে ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহ আলম। উল্লেখ্য, গত ১৪ ফেব্র“য়ারী মটমুড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সোবহান গরম পানিতে ঝলসে অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে থেকে এ ওয়ার্ডের মেম্বার পদটি শূন্য ছিল। ফলে এ পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো। এদিকে নির্বাচনী কেন্দ্রে পরিদর্শন করেন মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ।
You cannot copy content of this page
Leave a Reply