ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মধ্যরাতে বিকট শব্দে ককটেল বিস্ফোরনের অভিযোগ উঠেছে । মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই হলের প্রাচীর ঘেষে এ বিস্ফোরনের ঘটনা ঘটে বলে অভিযোগ করে আবাসিক হলের শিক্ষার্থীরা। প্রত্যাক্ষদর্শী সূত্রে, বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও লালন শাহ হলের দক্ষিণ পাশে বিকট শব্দে পরপর ছয়টি বিস্ফোরণ হয়। এটা ককটেল বিস্ফোরণ বলে মনে করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিস্ফোরণের পর আবাসিক হলের শিক্ষার্থীরা লাঠি, রড , হকিস্টিক নিয়ে বিস্ফোরকদের খুঁজতে থাকে। পরে শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা আবাসিক শিক্ষার্থীদের হলে পাঠিয়ে দেয়। বিষয়টি অবগত করে নিজেদের নিরাপত্তার জন্য তাৎক্ষনিক প্রক্টরকে ফোন দেয় শিক্ষার্থীরা। একাধিকবার ফোন দিয়েও প্রক্টরিয়াল বডির কাউকে পাওয়া যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিস্ফোরণের বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, রাতের আন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, কি উদ্দেশ্যে ঘটিয়েছে আমরা জানিনা। তবে যারাই এ ঘটনা ঘটাক এটা অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য একটি কাজ। এ ঘটনায় ছাত্ররা আতঙ্কের মধ্যে রয়েছে। ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনা জানার পরপরই সহকারী প্রক্টররা ঘটনাস্থলে যায়। পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ইবি থানার ওসিকে খবর দেওয়া হয়। ঘটনা কে বা কারা ঘটিয়েছে ওসি বিষয়টি তদন্ত করে দেখার পর কোন ক্লু খুঁজে পেলে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
You cannot copy content of this page
Leave a Reply