আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আলোচনা সভা গতকাল সকাল সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার। তিনি বলেন- আলমডাঙ্গা প্রেসক্লাব একটি অরাজনৈতিক সংগঠন। ১৯৮২ সালে প্রেসক্লাব গঠন হওয়ার পর থেকে বহু সাংবাদিক এই প্রেসক্লাবের সদস্য হিসেবে কাজ করেছে এবং সাংবাদিকতা শিখেছে। তাই আমি মনে করি আলমডাঙ্গা একটি উপজেলা শহর, এখানে বিভিন্ন নাম দিয়ে প্রেসক্লাব গঠন না করে এই ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সুনাম ক্ষুন্ন না করে সকলে ঐক্যমতের ভীত্তিতে কাজ করবেন। সাংবাদিকতা পেশাকে আপনারা যেন কলুষিত করবেন না। সভায় সাধারন সম্পাদক গত সভার কার্যবিবরনি পাঠ করেন এবং সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর সকল সদস্যদের সামনে প্রেসক্লাবের নির্বাচন নিয়ে কথা বলেন সাংবাদিক আতিক বিশ্বাস সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে খন্দকার শাহ আলম মন্টু ও হামিদুল ইসলামের নাম প্রস্তাব করেন। এ সময় সকল সদস্য কন্ঠ ভোটে তা পাশ করেন। প্রধান অতিথি ইয়াকুব আলী নব-নির্বাচিত সভাপতি সম্পাদককে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় জামসিদুল হক মুনি পুর্নাঙ্গ কমিটি আগামি সপ্তাহে গঠন পুর্বক ঘোষনা দেবার জন্য অনুরোধ জানালে সভায় সর্বসম্মতি ক্রমে তা অনুমোদিন হয়। এ সময় উপস্থত ছিলেন, মৌওঃ আবুল কাশেম, জামসিদুল হক মুনি, হাবিবুর রহমান রুনু, সৈয়দ সাজেদুল হক মুনি, কাইরুল মামুন, আতিকুর রহমান আতিক, কে এ মান্নান, গোলাম রহমান চৌধুরি, আবুল কাশেম টুকু, জামিরুল ইসলাম, প্রশান্ত অধিকারি, মাহফুজুর রহমান, শাহাবুল হক, গোলাম সরোয়ার সদু, আব্দুর রাজ্জাক, মহসিন আলী হোসেন, হাসিবুল ইসলাম, মীর ফাইহিম, খন্দকার সালাউদ্দিন। উল্লেখ্য ২৬ জন ভোটারের মধ্যে ২১ জন ভোটার উপস্থিত ছিল।