1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

মরহুম খান নুরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

 

কুমারখালী প্রতিনিধি ॥ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার জর্জ বলেছেন, উদ্যোগের অভাবে এখন আর অতীতের মতো মাঠে খেলাধুলা হয়না। সেজন্য শিক্ষার্থী, যুবসমাজসহ নানাবয়সি মানুষ স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইসের অপব্যবহারে জড়িয়ে পড়ছে। ইভটিজিং, মাদক, চুরি, ছিনতাইয়সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। গতকাল সোমবার বিকেলে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বেলগাছি গ্রামে তারেক ব্রিকস মাঠে আয়োজিত মরহুম খান নুরুল ইসলাম (কালু চেয়ারম্যান) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২৩ এর ফাইনাল খেলার উদ্বোধন ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ আরো বলেছেন, সমাজের সকল অপরাধ নির্মূলে এবং যুবসমাজকে অপরাধ মুক্ত রাখতে নিয়মিত খেলাধূলার আয়োজন করতে জবে। তাঁদেরকে খেলার মাঠে ব্যস্ত রাখতে হবে। প্রতিটি মাঠে নিয়মিত খেলার আয়োজন করতে হবে। বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে খেলাধূলায় ব্যাপক সুযোগ সৃষ্টি ও উন্নয়ন ঘটিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, থানার ওসি মো. আকিবুল ইসলাম, কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল বাকী বাদশাসহ হাজার হাজার ফুটবল প্রেমিরা। আয়োজকরা জানায়, ফাইনাল খেলায় নাটোর জেলা একাদশ তিন – এক গোলে ঢাকা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আকর্ষণীয় খেলা দেখতে দুর দুরান্ত হাজার হাজার দর্শক ভিড় জমায়।

 

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com