ক্রীড়া প্রতিবেদক ॥ করোনা পরিস্থিতিতে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ যে সরে যেতে পারে, এমন একটা সম্ভাবনা অনেক দিন থেকে। কিন্তু শুক্রবার ক্রিকইনফোর দেওয়া খবর অনুযায়ী, এটা এখন পরিষ্কার যে সংযুক্ত আরব আমিরাতেই হচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপ। যদিও আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে সরে গেলেও এর স্বত্ত্ব থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। ক্রিকইনফোর দেওয়া খবর অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ অক্টোবর। ১৬ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর। মূলত স্থগিত হয়ে যাওয়া আইপিএল ফাইনালের পরেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৯ সেপ্টম্বের থেকে যেটি অনুষ্ঠিত হওয়ার কথা এই মরুর বুকেই। পরিকল্পনা অনুযায়ী, আটটি দলকে দুটি গ্র“পে ভাগ করে হবে প্রথম রাউন্ড। ভেন্যু সংযুক্ত আরব আমিরাত ও ওমান। প্রতিটি গ্র“প থেকে শীর্ষে থাকা দুটি দল সুপার-১২ এ খেলার যোগ্যতা অর্জন করবে। এই ৮ দলের মধ্যে রয়েছে- বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, পাপুয়া নিউগিনি। প্রথম রাউন্ডে ম্যাচ হবে ১২টি। সুপার ১২-তে হবে ৩০টি ম্যাচ। র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের সঙ্গে বাকি ৪টি দল এখানে যুক্ত হবে। এখানেও আবার দুটি গ্রুপে খেলা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৬টি দল। প্রতিটি গ্র“পের শীর্ষে থাকা দুটি দল সেমিফাইনালে অংশ নেবে। সবগুলো ম্যাচ হবে তিনটি ভেন্যু- দুবাই, আবুধাবি ও শারজায়। দুটি সেমিফাইনালের পর হবে ফাইনাল।
You cannot copy content of this page
Leave a Reply