নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন- মডেল মসজিদগুলো থেকে ইসলামের সঠিক মর্মবাণী প্রচার হবে, ইসলামের সঠিক জ্ঞানচর্চা হবে, ইসলামের সংস্কৃতি চর্চা হবে, মুসলমানরা আরও সচেতন হবে, জ্ঞান বিজ্ঞান চর্চায় এগিয়ে যাবে। দেশের সাধারণ মানুষকে ধর্মের দোহায় দিয়ে আর ধোকা কিংবা বোকা বানাতে পারবেনা। জঙ্গীবাদকে দেশ থেকে চিরতরে নির্মুল করতে এই মসজিদ থেকেই মুসল্লিরা সঠিক ধর্মিয় শিক্ষা গ্রহন করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার কুঠিপাড়ায় নির্মিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের মাননীয় প্রধানমন্ত্রীর ফলক উম্মোচন উদ্বোধনী কুষ্টিয়া জেলা অংশের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, স্থানীয় সরকার উপ-পরিচালক মৃনাল কান্তি দে, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জজ কোর্টের জিপি এ্যাড.আ.স.ম.আখতারুজ্জামান মাসুম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকতা সাধন কুমার বিশ^াস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, নির্মানকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী এস এম শামীম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক, কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সচিব আনিসুজ্জামান ডাবুল সহ, প্রশাসনের কর্মকর্তা, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, জেলার প্রিন্ট ও ইলেকাট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, এলাকার গণ্যমান্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন। এর আগে কুষ্টিয়াসহ সারা দেশে একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- মডেল মসজিদগুলো থেকে ইসলামের সঠিক মর্মবাণী প্রচার হবে, ইসলামের সঠিক জ্ঞানচর্চা হবে।
নামাজের পাশাপাশি মসজিদকে ইসলামের প্রচার ও প্রসার এবং জ্ঞানচর্চা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। গতকাল বৃস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একসঙ্গে প্রথম পর্যায়ে নির্মিত ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের পর কুষ্টিয়া জেলা প্রশাসক মো: সাইদুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ মসজিদের ভেতর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে ফলক উম্মোচন করেন। পরে দেশ, জাতির উন্নয়ন ও করোনা মহামারি থেকে দেশ ও বিশ্ববাসীর মুক্তির লক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
You cannot copy content of this page
Leave a Reply