নিজ সংবাদ ॥ গতকাল বাদ জুম্মা কুষ্টিয়া জেলা কাদরিয়া তরিকার মুরিদান কমিটির উদ্যোগে সুগন্ধী কাদরিয়া মসজিদ পাকের সামনের রাস্তায় মহানবী (সঃ) ও তার সহধর্মীনি আয়েশা সিদ্দিকী (রাঃ)কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন কুমার জিন্দালের অশালীন মন্তব্য ও কুটক্তি করার প্রতিবাদে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কাদরিয়া ভক্তদের উপস্থিতিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে ভারতের ঐ দুই কটক্তিকারীকে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী করেন। সভা শেষে কলকাতা খিদিরপুর দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব কেবলা হযরত মওলানা আলহাজ্ব সৈয়দ শাহ সাইফুদ্দিন আল কাদরী (মাদ্দাঃ)সহ সকল মুসলীম উম্মার কল্যাণে দোয়া করা হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কাদরিয়া তরিকার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ গোলাম এরশাদ, কোষাধ্যক্ষ সুন্নত আলী, স্বর্গপুর কাদরিয়া ওয়াক্তিয়া মসজিদের সভাপতি মোকাদ্দেস হোসেন, কাদরিয়া জামে মসজিদের ঈমামসহ এলাকাবাসী।
Leave a Reply