ঢাকা অফিস ॥ দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল) ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাঠানো হয়েছে। গত রোববার স্বাক্ষরিত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ গতকাল সোমবার ওয়েবসাইটে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এর আগে লকডাউনের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এরপর গত ২৪ মে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় চালু করতে বিভাগীয় উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়। ওই অফিস আদেশের পর নির্ধারিত অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ পাঠানো হলো। ২০২০ শিক্ষাবর্ষের মত ২০২১ শিক্ষাবর্ষের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ষষ্ঠ থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অফিস আদেশে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে প্রয়োজনীয় নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানসহ উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়।
You cannot copy content of this page
Leave a Reply