ঢাকা অফিস ॥ হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হক, আরেক যুগ্ম-মহাসচিব জুনায়েদ আল হাবিব ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে হাটহাজারী থানার পাঁচ সহিংসতা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। তারা তিনজনই বর্তমানে কারাগারে আছেন। গতকাল বুধবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের ভার্চুয়াল আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের সদর কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির। তিনি বলেন, মামুনুল হকসহ কারাগারে থাকা হেফাজতের তিন নেতাকে হাটহাজারীর সহিংসতার ঘটনায় দায়ের হওয়া পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। গতকাল বুধবার শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। এই তিন হেফাজত নেতা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে একাধিক মামলায় কারাগারে রয়েছেন।
You cannot copy content of this page
Leave a Reply