ঢাকা অফিস ॥ মালিতে পৃথক দুই জঙ্গি হামলায় ৬ সেনা নিহত এবং ১৩ শান্তিরক্ষী আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শুক্রবার এসব হামলা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে গাও অঞ্চলের ইছাগড়া গ্রামের কাছে শান্তিরক্ষীদের একটি অস্থায়ী ঘাঁটিতে গাড়ি বোমা হামলা হয়। এতে জার্মানির ১২ ও বেলজিয়ামের এক শান্তিরক্ষী আহত হয়। আহতদের মধ্যে তিন জার্মান সেনার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প-ক্যারেনবার। মালির জাতিসংঘ মিশন প্রথমে এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে বলে জানালেও পরে ওই সংখ্যা ১৩ তে নামিয়ে আনে। একই দিন মোপতি অঞ্চলের বোনি এলাকায় পৃথক এক হামলায় ৬ সৈন্য নিহত ও একজন আহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে মালির সেনাবাহিনী। এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেনি তারা।