নিজ সংবাদ \ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন আসান নগর, ঝুটিয়াডাঙ্গা, রাজনগরে শতাধিক হতদরিদ্র, অসহায়, দুঃস্থ, নিরন্ন, নিঃস্ব, ফকির, মিসকিনদের মাঝে করোনা ঈদ উপহার প্রদান করা হয়। আকরাম বলেন আমি কুষ্টিয়া উন্নয়নের সারথী, সদর আসনে মাননীয় এমপি, আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফের দিক নির্দেশনায় ও অনুকরন করে করোনাকালীন মহাসংকটের সময় নিজের অর্থায়নে বিপন্ন অসহায়, হতদরিদ্র, নিরন্ন মানুষের সাথে ঈদ আনন্দ উপহার প্রদান করার জন্য সামান্য সহযোগিতা করছি দলীয় নেতা কর্মী, সমর্থন নিয়ে ফুড প্যাক প্রদান করছি।