গতকাল ৩০ মে সোমবার দুপুর ১২টার সময় কালীগঞ্জ পৌর বলিদাপাড়া সংস্থার প্রকল্প কার্যালয় প্রাঙ্গনে “ইন্টিগ্রেটেড সাসটেইনেবল প্রজেক্ট ফর আর্সেনিক মিটিগেশন অফ ড্রিংকিং ওয়াটার থ্রো সনোফিল্টার ফর দি আর্সেনিক এক্সপোজড পোউর পিপুল অফ কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ ডিসট্রিক্” প্রকল্পের কালীগঞ্জ উপজেলার আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন “সনোফিল্টার” বিতরণ করা হয়। বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ হেল আল মাছুম, প্রজেক্ট ইমপ্লিমেন্টশন অফিসার (পিআইও), কালীগঞ্জ উপজেলা, মাশউক সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহ আবুল আওয়াল ও প্রজেক্ট ম্যানেজার তৌহিদুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রজেক্ট এ্যাকাউন্টেট কুশল লাহেড়ী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প এলাকার উপকারভোগী ও কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা/কর্মচারী। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন বলেন আর্সেনিক একটি নিরব মানব ঘাতক যা কিনা ভু-গর্ভস্থ্য পানির সহিত মিশ্রিত অবস্থায় থাকে। আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে আর্সেনিক মুক্তকরন সনোফিল্টার সরবরাহ করায় মাশউক সংস্থার মহোতি এই উদ্দ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানান। এটার সঠিক ব্যবহার ও রক্ষনাবেক্ষন মাশউক এর কর্মীদের শেখানো পদ্ধতিতে আপনারাই করবেন এবং এর থেকে উপকৃত হবেন। পানির অপচয় করবেন না এবং বাল্যবিবাহ থেকে বিরত থাকা, নারী-পুরুষ বৈষম্য দুরীকরণ এবং সময়মত বাচ্চার জন্ম নিবন্ধন করানো ইত্যাদি বিষয়ে সকলকে সচেতন হওয়ার জন্য বলেন। সর্বশেষে সভাপতি ও অতিথিবৃন্দের উপস্থিতিতে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন সনোফিল্টার বিতরণ করার মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply