কুমারখালী প্রতিনিধি ॥ গতকাল কুমারখালী জেলা পরিষদ এর অডিটরিয়াম চত্তরে উপজেলা প্রশাসনের সহায়তায় এবং মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর দ্বারা পরিচালিত জার্মানি দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় “পোর্টএবল ড্রিংকিং ওয়াটার ফর আর্সেনিক এক্সপোজ্ড পুওর পিপুল এট কুমারখালী উপজেলা, কুষ্টিযা, ফেজ-২” প্রকল্পের কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যানপুর গ্রামে আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন “সনোফিল্টার” বিতরণ করা হয়। বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিতান কুমার ম-ল, উপজেলা নির্বাহী অফিসার, কুমারখালী উপজেলা, কুষ্টিয়া। আরো উপস্থিত ছিলেন মাশউক এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর (পিসি), শাহ্ আবুল আওয়াল, মনিটরিং ম্যানেজার মিজানুর রহমান, প্রজেক্ট ম্যানেজার মোঃ তৌহিদুল করিম, আলাউদ্দিননগর শাখার শাখা ব্যবস্থাপক আশরাফুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহ্ আবুল আওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প এলাকার উপকারভোগী। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার ম-ল বলেন আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরণ সনো ফিল্টার সরবরাহ করায় মাশউক সংস্থার মহতি উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানান। উপকারভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, সনো ফিল্টারের সঠিক ব্যবহার ও রক্ষানবেক্ষণ মাশউক কর্মীদের শেখানো পদ্ধতিতে আপনারাই করবেন ও এ থেকে উপকৃত হবেন। সর্বশেষে মাশউক আয়োজিত ”সনোফিল্টার বিতরণ” অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও উপকার ভোগীদের উপস্থিতিতে সকলকে সভাপতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে ”সনোফিল্টার বিতরন” অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।