ঢাকা অফিস ॥ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক। ফ্লোরিডায় হারিকেন এলসা আঘাত হানতে পারে এমন পূর্বাভাসের পর মায়ামির আরেকটি ঝুঁকিপূর্ণ ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধারকাজ নির্বিঘেœ করতে ভবনটির দাঁড়িয়ে থাকা অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত ২৪ জুন মায়ামির সার্ফসাইড এলাকার চ্যাম্পলেইন টাওয়ার্স সাউথ নামের ১২ তলা আবাসিক ভবনটি ধসে পড়ে। এ পর্যন্ত উদ্ধার অভিযানে জীবিত উদ্ধার হয়নি কেউই। ৪০ বছর আগে নির্মিত ভবনটি ধসে পড়ার কারণ এখনও জানা যায়নি। তবে ২০১৮ সালের একটি প্রতিবেদনে ভবনটির নকশায় কিছু ত্রুটি ছিলো বলে জানানো হয়।