ঢাকা অফি ॥ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে ভবন ধসের ঘটনায় আরো ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ জনে। বৃহস্পতিবার ভবনধসের পর ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। নতুন উদ্ধার করা মরদেহের পরিচয় এখনো জানায়নি উদ্ধারকারীরা। মায়ামি-ডেইড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানান, এখনও পর্যন্ত ১৪৭ জন নিখোঁজ রয়েছেন আর তারা চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথের ধ্বংসাবশেষে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যে ১৮ জন মারা গেছেন তাদের মধ্যে ১০ ও চার বছর বয়সী দুটি শিশু রয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় এখনো নিখোঁজ আছে ১৪৭ জন। ভবনধসের ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও ধ্বংসস্তুপে এখনো জীবিত কেউ থাকতে পারে বলে আশাবাদী কর্মকর্তারা। প্রায় ২০০ বিশেষজ্ঞ তল্লাশি ও উদ্ধারকর্মী এ কাজে অংশ নিচ্ছে। তারা ১২ ঘণ্টার শিফটে ভাগ হয়ে রাত-দিন কাজ করে চলছেন। দমকল কর্মী, পুলিশ, প্রকৌশলী, পরিবেশ সুরক্ষা বিশেষজ্ঞসহ কয়েকশত লোক তাদের সহায়তা করছেন। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দুটি দলও উদ্ধারকাজে অংশ নিচ্ছে। গত বৃহস্পতিবার প্রথম প্রহরে সুউচ্চ ভবনটির বিশাল একটি অংশ ধসে পড়ে। ওই সময় ভবনটির ১৫৬ ইউনিটের অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। তদন্তকারীরা ৪০ বছরের পুরনো এই ভবনটির ওই অংশটি ধসে পড়ার কারণ এখনও নির্ণয় করতে পারেননি।
You cannot copy content of this page
Leave a Reply