নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার সদর উপজেলার হাউজিং বটতলায় অবস্থিত মিত্র ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল, টুপি, সোয়েটার বিতরণ করা হয়েছে। গতকাল বিকাল ৩টার সময় মিত্র ফাউন্ডেশন এর কুতিষ্ঠাতা সভাপতি ক্রীড়া ও শিক্ষা অনুরাগী সমাজসেবক বিশিষ্ট শিল্পপতি এম এ মান্নান কাকনের সভাপতিতে কুধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও কম্বল বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মিত্র ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান স্বপন । এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহর আওয়ালীগের সদস্য ও কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার গৌরব চাকি। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কমিশনার ও বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের মীর শওকত আলী বকুল। ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর পিয়ার আলী জুমারত। আলোচনা শেষে অসহায় গরীব দুস্থ কুতিবন্ধী শীতার্তদের মাঝে ১৫ শত কম্বল ১৫ শত টুপি ও ৬ শত সোয়েটার বিতরণ করা হয় । উক্ত অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মিজানুর রহমান মিজান ও তোফায়েল আহমেদ।
You cannot copy content of this page
Leave a Reply