নিজ সংবাদ ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলার ১৩ নং ধুবইল ইউনিয়নে ২৯০ দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর নগদ অর্থ বিতরন করা হয়েছে। গতকাল সোমবার সকালে ধুবইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থায়নে প্রত্যেক পরিবারের মাঝে ৪৫০ টাকা করে বিতরন করা হয়েছে। মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন এবং মিরপুর উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাসের নির্দেশনা অনুযায়ী প্রকৃত দুস্থদের হাতে এ সহায়তা পৌছে দেওয়া হয়েছে। ধুবইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন প্রতিটি দরিদ্রের হাতে তুলে দেন ভিজিএফের অর্থ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের এ অর্থ বিতরন কার্যক্রম পরিদর্শন করেন আহসান রেজা সাগর মিরপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার ধুবইল ইউনিয়ন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ মেম্বর মছের আলী, ইউনিয়ন সচিব মোস্তাফিজুর রহমান, হিসাব সহকারী রেজা আহাম্মেদ জয়, উদ্যোক্তা রাকিবুল ইসলাম রাজুসহ পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ। নগদ অর্থ বিতরনকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন বলেন, আর কয়েকদিন পরে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদকে ঘিরে প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন যেনো ঈদের আনন্দ সকলে পরিবারের সাথে ভাগাভাগি করতে পারেন। আর তাই তাদের হাতে সামান্য অর্থ পৌছে দিয়ে হলেও পাশে দাঁড়িয়েছেন। তিনি আরো বলেন, উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন প্রধানমন্ত্রীর প্রতিটি ইচ্ছা আকাঙ্খা পরিপূর্ন করতে রাত-দিন কাজ করে যাচ্ছেন তিনি। তার অনেক স্বপ্ন মিরপুরবাসীকে নিয়ে। যারা অসহায় তাদের খোজ খবর নিয়েই ঘরে ফেরেন। উল্লেখ্য, নগদ এই অর্থ পেয়ে ভুক্তভুগিরা সন্তুষ্টি প্রকাশ করেন।
You cannot copy content of this page
Leave a Reply