আমলা অফিস ॥ বাংলাদেশের সেরা উদ্যোক্তাদের সাথে “শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এর উদ্যোগে যুব মতবিনিময় এর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ জুলাই) ঢাকার সাভারে অবস্থিত শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এর মহাপরিচালক একেএম শামিমুল হক সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। এসময় দেশের ৬৪ জেলার ২০০ জন যুব উদ্যোক্তা অংশ গ্রহণ করেন। পরে এর মধ্যে মধ্যে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। খুলনা বিভাগের মধ্যে দুইজন যুব উদ্যোক্তা পুরষ্কার গ্রহণ করেন। এর মধ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মধু খামারী ও যুব উদ্যোক্তা মামুনুর রশিদ (মধু মামুন) পুরষ্কার গ্রহণ করেন।
Leave a Reply