আমলা অফিস॥ কুষ্টিয়ার মিরপুরে অগ্নিকান্ডে এক কৃষকের বাড়ি ও বিচালিপালাসহ পাখিভ্যান পুড়ে ভষ্মিভূত হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামে এ ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, কামিরহাট গ্রামের তনছের আলীর বাড়িতে পাখিভ্যান চার্জ দেওয়া থেকে এ আগুনের সূত্রপাত হয়। এসময় বিদ্যুতের শটসার্কিট থেকে ভ্যান আগুন ধরে যায়। এতে ঘরসহ বিচালিপালায় আগুন ছড়িয়ে পড়ে। ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য জয়েন উদ্দিন বলেন, হতদরিদ্র তনছের আলীর বাড়ীতে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন ধরে তার পাখিভ্যান ঘরবাড়িসহ বিচালিপালা ভষ্মিভূত হয়ে গেছে। মিরপুর ফায়ার সার্ভিসের ষ্ট্রেশন ম্যানেজার রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
You cannot copy content of this page
Leave a Reply