আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুরে অপ্রচলিত ও উচ্চমূল্য ফসল উৎপাদন বাজার সংযোগ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে এবং উপজেলা কৃষি ও সেচ কমিটির বাস্তবায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় তিন দিনের এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের। এ সময়ে আনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উত্তম কুমার বিশ্বাস, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, সাংবাদিক সুমন মাহমুদ, নাঈম খন্দকার প্রমুখ। সমাপনী অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক-কৃষানীদের নিয়ে সফল কৃষি উদ্যোক্তাদের বাগান পরিদর্শনে যান।
Leave a Reply