আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় ডিমান্ড সংলাপ এবং নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পৌরসভার হলরুমে এক্টিভিস্তা কুষ্টিয়া’র আয়োজনে ও আলো সেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নে এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ ডিমান্ড সংলাপ অনুষ্ঠিত হয়। আলো সেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থা’র সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাজী এনামুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার কাউন্সিলর জমির উদ্দিন, জাহিদ হোসেন, নজরুল ইসলাম মল্লিক, ইলিয়াস কাঞ্চন, সাইফুর রহমান নাজিম, রেজাউল করিম রেজা, আলম হোসেন মন্ডল, আপান আলী মোল্লা, হালিমা খাতুন, লাকী বেগম, শাহানাজ খাতুন, একশন এইড বাংলাদেশ’র ইন্সপাইরেটর অধরা দাস। আলো সংস্থা’র হিসাবরক্ষণ কর্মকর্তা মজিবুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মাহফুজুর রহমান। অনুষ্ঠানে এক্টিভিস্তা কুষ্টিয়া’র তরুণ সদস্য ঈশিতা, মাহাফুজ ও নিলার বক্তব্যের মাধ্যমে উঠে আসে আলো ও এক্টিভিস্তা কুষ্টিয়ার তরুণ সদস্যদের উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের বিবরণ। যুবরা প্রত্যেকটা কাজে কিভাবে অন্তর্ভুক্ত ছিলেন সে বিষয়টি তুলে ধরেন তারা। একই সাথে তারা এক্টিভিস্তা কুষ্টিয়া’র সকল সদস্যদের পক্ষে পৌরসভা পরিষদের নিকট পৌরসভার বিভিন্ন কমিটি ও কর্মকান্ডে যুবদেরকে অন্তর্ভূক্ত করার দাবী জানান। তরুণদের এই দাবীগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করে পৌর মেয়র এনামুল হক বলেন, “যুবদের এই সেচ্ছাসেবী মনোভাবের দ্বারা সমাজের কল্যাণে কাজ করার সুযোগ করে দিতে পারলে তরুণরা পৌরসভার কাজ বিষয়ে পূর্ণ ধারণা অর্জন করতে পারবে।” তিনি যুবদের কথায় একমত পোষন করে যুবদেরকে আশ্বস্ত করে বলেন, “পৌরসভার যেসকল কর্মকান্ডে ও কমিটিতে যুবদেরকে অন্তর্ভূক্ত করা সম্ভব আমরা সেসকল কর্মকান্ড ও কমিটিতে যুবদেরকে অন্তর্ভূক্ত করবো।” সবশেষে এক্টিভিস্তা কুষ্টিয়া’র সদস্যদের পক্ষ থেকে নব নির্বাচিত পৌর পরিষদের সকল সদস্যদেরকে সংবর্ধনা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply